spot_img

সীমান্তে ১৩ মাসে ২৬০১ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ

অবশ্যই পরুন

ভারতে প্রবেশের চেষ্টার সময় গত ১৩ মাসে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ২ হাজার ৬০১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। বুধবার ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের জবাবে এই তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই।

লিখিত প্রশ্নের জবাবে ভারতের এই মন্ত্রী রাজ্যসভায় বলেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সীমান্তে মোট ২ হাজার ৬০১ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কেবল গত জানুয়ারিতেই সীমান্ত থেকে অনুপ্রবেশকারী ১৭৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ভারত-বাংলাদেশ সীমান্তের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিএসএফের মিশন অব্যাহত আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেছেন, গত বছরের ডিসেম্বরে ২৫৩ জন, নভেম্বরে ৩১০ জন, অক্টোবরে ৩৩১ জন, সেপ্টেম্বরে ৩০০ জন, আগস্টে ২১৪ জন, জুলাইয়ে ২৬৭ জন ও জুনে ২৪৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বিএসএফ।

তবে গত বছরের মে মাসে সবচেয়ে কমসংখ্যক বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টার সময় গ্রেপ্তার হয়েছেন। ওই মাসে দেশটির সীমান্ত রক্ষী বাহিনীর হাতে ৩২ জন বাংলাদেশি গ্রেপ্তার হন। এছাড়া ওই বছরের এপ্রিলে ৯১, মার্চে ১১৮, ফেব্রুয়ারিতে ১২৪ এবং গত বছরের জানুয়ারিতে ১৩৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করে বিএসএফ।

নিত্যানন্দ রাই বলেছেন, উন্নত প্রযুক্তির ব্যবহার করে নজরদারি ও জনবল বৃদ্ধির মাধ্যমে ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে ভারত সরকার। তিনি বলেন, সীমান্তে নিরবচ্ছিন্ন টহল, তল্লাশি, পর্যবেক্ষণ চৌকি স্থাপন এবং স্থানীয় পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সীমান্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র: এএনআই।

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক দলের নেতাদের যে বার্তা দিলেন ফরাসি রাষ্ট্রদূত

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সম্প্রতি বৈঠক ক‌রে‌ছেন ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। রাষ্ট্রদূত জাতীয় নির্বাচনের আগে...

এই বিভাগের অন্যান্য সংবাদ