মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের প্রতি সমর্থন জানিয়ে মঙ্গলবার একটি চকচকে লাল (মডেল এক্স) গাড়ি কিনেছেন। ৮০,০০০ ডলার মূল্যের গাড়িটি ট্রাম্প পুরো দাম দিয়েই কিনেছেন। সেখানে ডিসকাউন্ট গ্রহণ না করার বিষয়টিও তিনি মজা করে উল্লেখ করেছেন।
এদিন মাস্ক বেশ কয়েকটি টেসলা গাড়ি সারিবদ্ধভাবে রেখে ট্রাম্পকে পছন্দের গাড়ি বেছে নেওয়ার সুযোগ দেন। লাল রঙের মডেল এক্স বেছে নিয়ে ট্রাম্প বলেন, ‘বাহ, এটা তো সুন্দর!’ এরপর তিনি গাড়ির বুলেটপ্রুফ ডিজাইন নিয়ে মন্তব্য করেন এবং গাড়ির ভেতরে বসেন।
ট্রাম্প জানান, তিনি গাড়িটি হোয়াইট হাউসে রেখে দেবেন যাতে তার কর্মীরা এটি চালাতে পারেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হোয়াইট হাউস নতুন গাড়ি এবং ট্রাম্প-মাস্কের ছবি শেয়ার করেছে, ক্যাপশনে লেখা হয়েছে: ‘দেশপ্রেমিকরা, ভেতরে আসুন – আমাদের একটি দেশ বাঁচাতে হবে।’
এসময় মাস্ককে ‘দেশপ্রেমিক’ বলে অভিহিত করেন ট্রাম্প। তিনি বলেন, ‘তিনি (মাস্ক) দুর্দান্ত কাজ করেছেন। এমন নয় যে তিনি একজন রিপাবলিকান। মাঝে মাঝে, আমি নিশ্চিত হতে পারি না যে, তার দর্শন ঠিক কী। তবে তিনি একজন দুর্দান্ত মানুষ।’