spot_img

অটোরিকশা চাপায় শ্রমিকের মৃত্যুতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

অবশ্যই পরুন

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করে। এর কিছু সময় পর তারা মহাসড়ক অবরোধ শুরু করে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) এর বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে বাড়ি চলে যায়।

বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় আসার সময় ৫টা ৪০ মিনিটে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চাপায় মারা যায় সে। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন।

সর্বশেষ সংবাদ

মাস্ককে সমর্থন জানাতে টেসলার লাল গাড়ি কিনলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের প্রতি সমর্থন জানিয়ে মঙ্গলবার একটি চকচকে লাল (মডেল এক্স) গাড়ি...

এই বিভাগের অন্যান্য সংবাদ