spot_img

প্রবাসীদের জন্য প্রক্সি ভোটের কথা ভাবছে ইসি: নির্বাচন কমিশন

অবশ্যই পরুন

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রক্সি ভোটের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। প্রক্সি ভোটের সম্ভাব্য পদ্ধতি নির্ধারণের পর দলগুলোর সাথে ইসি সংলাপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ।

আজ মঙ্গলবার (১১ মার্চ) সকালে নির্বাচন কমিশনে প্রবাসীদের ভোটদান বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, এরইমধ্যে যারা ভোটার হয়েছেন, শুধু তারাই ভোট দিতে পারবেন। প্রক্সি ভোটের ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতার একটু কমতি থেকেই যায়। সেক্ষেত্রে প্রবাসী ভোটারকে নিজের আস্থাভাজন, বিশ্বস্ত কাউকেই প্রক্সি ভোটের জন্য বাছাই করার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, প্রবাসীদের ভোটের জন্য আগে থেকেই পোস্টাল ব্যালট পদ্ধতি আছে। তবে তা সময়সাপেক্ষ বলেই প্রক্সি ভোটের সুপারিশ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার।

সর্বশেষ সংবাদ

সৌদির বৈঠকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলো ইউক্রেন

রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকে এই প্রস্তাব আসে। বৈঠকের...

এই বিভাগের অন্যান্য সংবাদ