spot_img

একই বছর মারা যাবেন শাহরুখ-সালমান!

অবশ্যই পরুন

বলিউডের অন্যতম দুটি মুখ হলো শাহরুখ এবং সালমান খান। দর্শকদের হৃদয়ে তিন দশকের বেশি সময় ধরে রাজ করা এ দুই নায়কের পর্দার বাইরেও রয়েছে অনন্য বন্ধুত্ব। তাদের সিনেমার পাশাপাশি ব্যক্তি জীবন নিয়ে রয়েছে ভক্তদের বেজায় আগ্রহ।

এবার সেই আগ্রহ রূপ নিয়েছে দুশ্চিন্তায়। অনেকে আবার মোটেই গুরুত্ব দিচ্ছেন না বিষয়টিকে। কারণ সম্প্রতি ভারতের এক জ্যোতিষী জানিয়েছে শাহরুখ ও সালমানের দিন ফুরিয়ে আসছে।

জ্যোতিষী সুশীল কুমার সিংহ এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ‘দিন ফুরিয়ে আসছে শাহরুখের আর বড় রোগে আক্রান্ত সালমান। তার এই মন্তব্যের জেরে দুই খানের ভক্তদের তির্যক মন্তব্যের মুখে পড়েছেন সুশীল।

সুশীল দু’জনের কোষ্ঠী বিচার করে একটি মিল খুজে বের করে বলেছেন ৬৭ বছর বয়সে একই সালে শাহরুখ ও সালমান শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন।

২০২৫ সাল শাহরুখ ও সালমনের জন্য কেমন হবে এ বিষয়ে জ্যোতিষী বলেছে শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে। অন্যদিকে সালমনের খারাপ সময় চলছে এবং আরও তিন বছর এইভাবে যাবে। এখানেই শেষ নয়। সুশীল আরও দাবি করেছেন, সালমান ইতিমধ্যেই মারণব্যাধি রোগে আক্রান্ত। এই রোগ থেকে তিনি কখনও সুস্থ হতে পারবেন না। এমনকি জীবনের শেষ দিনগুলি খুব কষ্টে কাটবে তার।

জ্যোতিষীর এ মন্তব্যে বেজায় চটেছেন এ নায়কের অনুরাগীরা। ভালো জ্যোতিষী কারও মৃত্যু দিন প্রকাশ করেন না কিন্তু সুশীল তা করেছে। এতে অনেকে বলছেন এটা শুধুমাত্র আলোচনায় আসার জন্য।

সর্বশেষ সংবাদ

সাধারণ মানুষ গণভোট-সনদ বোঝে না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটি দল বলছে- নির্বাচনের আগে গণভোট হতে হবে। আমরা বলেছি- গণভোট হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ