spot_img

যে দোয়ায় মুখের জড়তা ও জ্ঞানবৃদ্ধি হবে

অবশ্যই পরুন

পবিত্র কোরআনে মুসা (আ.)-এর কয়েকটি দোয়া বর্ণিত হয়েছে। মহান আল্লাহর কাছে তিনি বিশেষত অন্তরের পরিশুদ্ধি, কঠিন পরিস্থিতি দূর করা ও মুখের জড়তা দূর করার দোয়া করেন। দেয়াটি হলো :

رَبِّ اشْرَحْ لِي صَدْرِي وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ عُقْدَةً مِّنْ لِسَانِي

অর্থ : ‘হে আমার রব, আমার অন্তর খুলে দিন। আমার কাজ সহজ করে দিন এবং আমার জিহ্বা থেকে জড়তা দূর করে দিন।’
(সুরা তোহা, আয়াত : ২৫-২৮)

অন্য আয়াতে জ্ঞানবৃদ্ধির দোয়া বর্ণিত হয়েছে। তা হলো :

رَبِّ زِدْنِي عِلْمًا

অর্থ : ‘হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করুন।’ (সুরা তোহা, আয়াত : ১১৪)

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি হামলাকে ‘কাপুরুষ’ বলে নিন্দা কাতারের

কাতারের দোহায় হামাসের শীর্ষ হামাস নেতাদের ওপর লক্ষ্য করে ইসরায়েলের হামলাকে ‘কাপুরুষ’ বলে নিন্দা জানিয়েছে কাতার। বিবৃতিতে কাতার জানায়, এই...

এই বিভাগের অন্যান্য সংবাদ