ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে আলোচনার জন্য সৌদি আরবে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় সোমবার তিনি জেদ্দায় পৌঁছান।
সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যুদ্ধবিরতি আলোচনা করবেন। সৌদির মধ্যস্থতায় মঙ্গলবার জেদ্দায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। সফরের অংশ হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে।
এর আগে এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে জেলেনস্কি বলেন, “যুদ্ধের শুরু থেকেই ইউক্রেন শান্তি চেয়েছে। রাশিয়াই সংঘাত অব্যাহত রাখার একমাত্র কারণ।”
জেলেনস্কির কিছুক্ষণ পরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও জেদ্দায় পৌঁছান। তিনি শীর্ষ মার্কিন কূটনীতিকদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ-ও রয়েছেন।