spot_img

থামানোই যাচ্ছে না রোনালদোকে, আরেকটি মাইলফলক স্পর্শ

অবশ্যই পরুন

ক্রিস্টিয়ানো রোনালদোর ক্ষিপ্রতা ও তীব্রতা কমছেই না। ক্যারিয়ারের ‘বুড়ো বয়সে’ এসেও গোলের ক্ষুধা একটুও কমেনি। ইরানের ক্লাব এস্তেঘলাল এফসির বিপক্ষে গোল করে এক মাইলফলক স্পর্শ করেছেন সিআর সেভেন।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগে শেষ আট নিশ্চিত করেছে আল নাসর। শেষ ষোলোর দ্বিতীয় লেগে এস্তেঘলাল এফসির বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে তারা। প্রথম লেগে গোলশূন্য ড্র হওয়ায় অ্যাগ্রিগেডে ৩-০ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেছে সৌদি ক্লাবটি।

এস্তেঘলাল এফসির বিপক্ষে প্রথম লেগে হোঁচট খাওয়ার পর দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আল নাসর। দাপটের সঙ্গে জয় পেয়েছে রোনালদোর দল। ম্যাচের নবম মিনিটেই প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলে নাসরকে এগিয়ে দেন দলের নতুন তারকা ডুরান। যা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তার প্রথম গোল।

দ্বিতীয় গোলটি আসে রোনালদোর পা থেকে। ২৭তম মিনিটে নাসরকে পেনাল্টি থেকে গোল করে মাইলফলক স্পর্শ করেন সিআরসেভেন। এই পেনাল্টির ফলে ৯২৭তম গোল করলেন রোনালদো। ৩০ বছরের পর রোনালদোর গোল সংখ্যা হল ৪৬৪টি।

এদিকে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ১০ জনে পরিণত হয় এস্তেঘলাল এফসি। দ্বিতীয় হাফে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না আল নাসর। ম্যাচ শেষে ছয় মিনিট আগে এস্তেঘলালের কফিনে শেষ পেরেকটি ঢোকান জন ডুরান। এঞ্জেলোর পাস থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজের দ্বিতীয় গোলটি করেন এই কলম্বিয়ান।

সর্বশেষ সংবাদ

শ্রীলীলার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কার্তিক

সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডের পর এবার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন কার্তিক আরিয়ান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ