spot_img

কঙ্গোয় নৌকাডুবিতে নিহত অন্তত ২৫

অবশ্যই পরুন

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা আনাদোলু জানায়, সোমবার (১০ মার্চ) মাই-নডোম্ব প্রদেশের কাছে কোয়া নদীতে নৌকাটি ডুবে যায়। প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু জানান, দুর্ঘটনার সময় নৌকাটিতে ফুটবলারসহ প্রায় ৫৫ জন আরোহী ছিলেন। প্রাথমিকভাবে ৩০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সংবাদ ওয়েবসাইট অ্যাকচুয়ালাইট.সিডি অনুসারে, প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু বলেছেন, “প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৫ জন এবং বেঁচে যাওয়া আরোহীর সংখ্যা ৩০ জন। রাতের বেলা নৌযান চলাচলকে নৌকাডুবির প্রাথমিক কারণ বলে মনে করা হচ্ছে।”

দুর্ঘটনাকবলিত নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল, যারা মুশি শহরে ম্যাচ খেলে ফিরছিলেন। স্থানীয় সময় রাত ১১টায় মুশি বন্দর ছাড়ার পর ১২ কিলোমিটার যেতেই নৌকাটি ডুবে যায়।

মুশি পুলিশ স্টেশনও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে কিন্তু বিস্তারিত কিছু জানায়নি।

এ অঞ্চলে নৌকাডুবির ঘটনা প্রায়শই ঘটে। গত বছরও একই এলাকায় একটি নৌকা ডুবে বহু প্রাণহানি হয়েছিল।

সর্বশেষ সংবাদ

সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে কি হাত মেলাবেন ক্রিকেটারেরা? যা জানালো আইসিসি

এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে পাকিস্তান। বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে নিশ্চিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ