spot_img

এবার টিভিতে শাকিব খানের ‘দরদ’

অবশ্যই পরুন

শাকিব খান অভিনীত দরদ সিনেমাটি এবার টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে। আগামী ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ারের আয়োজন করেছে চ্যানেল আই।

সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন এবং এটি সাইকো থ্রিলার ঘরানার একটি গল্প। সিনেমার কাহিনি দুলু মিয়া নামের এক ব্যক্তিকে নিয়ে। সে একজন সাধারণ মানুষ, স্কুটার চালায়, স্ত্রীকে নিয়ে সুখের সংসার। তার স্ত্রী ফাতিমা সিনেমার নায়ক সরফরাজ খানের বিশাল ভক্ত। একদিন সরফরাজের সঙ্গে দেখা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়। এরপর দুলু মিয়া হয়ে উঠে ভয়ংকর মানুষ। প্রতিশোধের নেশায় সাইকো হয়ে উঠে।

এতে দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তাঁর বিপরীতে আছেন বলিউডের সোনাল চৌহান। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমায় আরও আছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ প্রমুখ।

শাকিব খান অভিনীত ‘দরদ’গত বছরের ১৫ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। যদিও বলা হয়েছিল বাংলাদেশের সঙ্গে

একই দিনে হিন্দি, তেলুগুসহ পাঁচটি ভাষায় ভারতে মুক্তি পাবে। তবে ভারতে একই সঙ্গে মুক্তি পায়নি। অবশেষে বাংলাদেশে মুক্তির তিন মাস পর গত ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে মুক্তি পায়। যদিও তার আগে বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় সিনেমাটি।

সর্বশেষ সংবাদ

ফ্রান্সে সরকার বিরোধী ব্যাপক আন্দোলন, শতশত গ্রেপ্তার

নতুন পেনশন সংস্কার আইনের প্রতিবাদে ফ্রান্সে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ‘ব্লক এভরিথিং’ নামে শুরু হওয়া আন্দোলন থেকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ