spot_img

ট্রাম্পের বাসভবনের কাছে অস্ত্রধারী ব্যক্তিকে গুলি করেছে সিক্রেট সার্ভিস

অবশ্যই পরুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউসের কাছে অস্ত্রধারী এক ব্যক্তিকে গুলি করেছে সিক্রেট সার্ভিস।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রোববার (৯ মার্চ) স্থানীয় সময় মধ্যরাতে হোয়াট হাউস থেকে মাত্র এক ব্লক দূরে ঘটনাটি ঘটে। এসময় হোয়াইট হাউসে ছিলেন না ট্রাম্প।

জানা যায়, প্রেসিডেন্টের বাসভবনের আশেপাশে ঘোরাঘুরি করছিলেন সেই ব্যক্তি। সিক্রেট সার্ভিসের সদস্যরা তার দিকে এগিয়ে গেলে নিরাপত্তা কর্মীদের দিকে বন্দুক তাক করে সে। তারপরই শুরু হয় দু’পক্ষের গোলাগুলি। তবে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা কর্মীদের গুলিতে মাটিতে লুটিয়ে পরে ঐ ব্যক্তি। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।

সিক্রেট সার্ভিস জানায়, গোপনসূত্রে ইন্ডিয়ানা থেকে সন্দেহভাজন ঐ ব্যক্তির ওয়াশিংটনে পৌঁছানোর খবর পায় তারা। এ বিষয়ে তদন্ত চলছে।

সর্বশেষ সংবাদ

চেলসির জয়ের রাতে ম্যান ইউনাইটেড-আর্সেনালের ড্র

ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে আর্সেনাল। তবে শিরোপার দৌড়ে পিছিয়ে গেলো গানাররা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ