অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার জন্য সাম্প্রতিক সময়ে সুপরিকল্পিতভাবে নারীর প্রতি সহিংসতা ঘটানো হচ্ছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (৯ মার্চ) বিকেলে রাজধানীর কাঁটাবন কেন্দ্রীয় মসজিদে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ধর্ম উপদেষ্টা বলেন, সরকার একটি নির্দিষ্ট রোডম্যাপ নিয়ে কাজ করে যাচ্ছে। সেই কাজ ব্যাহত করার জন্য বিভিন্ন সহিংসতামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে একটি গোষ্ঠী, যার অংশ হিসেবে মাজারে হামলা থেকে শুরু করে শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, নারীরা মা-বোন-কন্যা। কোনো দুর্বৃত্ত তাদের অসম্মান করলে আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়ে সবাইকে এর প্রতিরোধ করতে হবে। সেইসঙ্গে, ক্ষমতায় গেলেই সবার মধ্যে যে লুটপাটের প্রবৃত্তি দেখা যায়, তা পরিহারের আহবানও জানান তিনি।