spot_img

সিরিয়ায় তিনদিনে আসাদপন্থী গোষ্ঠীর ৭৪৫ বেসামরিককে হত্যা

অবশ্যই পরুন

সিরিয়ায় ফের সংঘর্ষ ও দমন অভিযানে রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশটির বর্তমান ইসলামপন্থী সরকারের অনুগত বাহিনী লাতাকিয়া প্রদেশের আলাউইত সম্প্রদায়ের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত কয়েক দিনে নারী ও শিশুসহ শত শত মানুষ নিহত হয়েছেন।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্রবার থেকে শনিবার পর্যন্ত ৭৪৫ জন বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে। সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়কে লক্ষ্য করে অন্তত ৩০টি গণহত্যার ঘটনা ঘটেছে।

এসওএইচআর প্রধান রামি আব্দুল রাহমান জানিয়েছেন, জাবলেহ ও বানিয়াসসহ আশপাশের এলাকায় বৃহস্পতিবার থেকে ব্যাপক হত্যাকাণ্ড চালানো হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, দুই দিনে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

সংঘাতে বর্তমান সরকারের ১২৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আসাদপন্থী ১৪৮ জন যোদ্ধাও প্রাণ হারিয়েছেন। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি বাহিনী হামলাকবলিত এলাকাগুলো পুনরায় নিয়ন্ত্রণে নিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সহিংসতার কারণে আলাউইত সম্প্রদায়ের শত শত মানুষ পালিয়ে গেছে। লাতাকিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটির কাছে শরণার্থীদের ভিড় দেখা গেছে, যেখানে তারা রাশিয়ার সুরক্ষার জন্য স্লোগান দিচ্ছেন।

সিরিয়ার নতুন প্রশাসন দাবি করেছে, তাদের বাহিনীর ওপর প্রাণঘাতী চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে, যা একটি নতুন বিদ্রোহের ইঙ্গিত। দমন অভিযানের মধ্যেই মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন কর্মকর্তারা।

সর্বশেষ সংবাদ

যমুনা রেলসেতু হয়ে চলাচলকারী ট্রেনের ভাড়া বাড়ছে

সদ্য নির্মিত যমুনা রেলসেতু ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। এই সেতু দিয়ে আগামী ১৮ মার্চ থেকে পূর্ণমাত্রায় যাত্রীবাহী ট্রেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ