spot_img

ইউক্রেনে ভয়াবহ আঘাত হেনেছে রাশিয়া

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধবিরতির তৎপরতার মধ্যেই ইউক্রেনে কয়েকটি অঞ্চলে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে বহু মানুষ নিহত ও আহত হয়েছেন। এর মধ্যে শিশুও রয়েছে। শুক্রবার (৭ মার্চ) গভীর রাতে দোনেৎস্ক অঞ্চলের ডোব্রোপিলিয়া শহরে সবচেয়ে মারাত্মক হামলা চালানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটটি আবাসিক ভবন এবং একটি শপিং সেন্টারে আঘাত করেছে। এছাড়া খারকিভ এবং ওডেসাসহ অন্যান্য অঞ্চলে হামলায় বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার (৮ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার সর্বশেষ হামলায় ইউক্রেনে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। গত ৩ বছরেরও বেশি সময় ধরে এই সংঘাত চলছে এবং নানা প্রচেষ্টার পরও সংঘাত প্রশমিত হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না।

স্থানীয় কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, দোনেৎস্ক অঞ্চলেই একটি হামলায় কমপক্ষে ১১ জন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ছয় শিশুও রয়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে পূর্ব ইউরোপের এই দেশটিতে রাশিয়ার হামলা বেশ তীব্রতর হয়েছে, কারণ কিয়েভকে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর এই সিদ্ধান্ত নিয়েছিল ওয়াশিংটন।

রাশিয়ার সর্বশেষ হামলার পর পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেছেন: ‘যখন কেউ বর্বরদের তুষ্ট করে তখন এটিই ঘটে। আরও বোমা, আরও আগ্রাসন, আরও হতাহত।’

প্রসঙ্গত, ইউক্রেন ও রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্রের তৎপরতা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির লক্ষ্যে আগামী মঙ্গলবার সৌদি আরবে দুই পক্ষের মধ্যে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাম্প ও জেলেনস্কি। এদিকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নিশ্চিত করেছে তাদের মধ্যস্থতায় জেদ্দায় এ বৈঠক হতে যাচ্ছে। যুদ্ধ বন্ধে এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদলের মধ্যে রিয়াদে এক বৈঠকের আয়োজন করেছিল সৌদি আরব।

সর্বশেষ সংবাদ

নোয়াখালীর টানা তৃতীয় হার, এক লাফে শীর্ষে রাজশাহী

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নবাগত নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু মাঠের...

এই বিভাগের অন্যান্য সংবাদ