spot_img

মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক

অবশ্যই পরুন

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওল মুক্তি পেয়েছেন। আদালতের আদেশে তার গ্রেপ্তার বাতিল হওয়ায় প্রসিকিউটররা আর আপিল না করার সিদ্ধান্ত নেয়। যার ফলে শনিবার (৮ মার্চ) তিনি কারাগার থেকে মুক্তি পান। খবর সিএনএন’র।

মুক্তির পর ইউন তার সমর্থকদের উদ্দেশে মাথা নত করে অভিবাদন জানান। এ সময় তার সমর্থকরা কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা নাড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

গত শুক্রবার (৭ মার্চ) সিউলের সেন্ট্রাল জেলা আদালত প্রযুক্তিগত ও আইনি ভিত্তিতে তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করে। পরে সিউল প্রসিকিউটর অফিস থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর সিউল ডিটেনশন সেন্টার ইউনকে মুক্তি দেয়।

উল্লেখ্য, ইউনকে জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল, যখন তার বিরুদ্ধে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগ আনা হয়।

সর্বশেষ সংবাদ

আফগানিস্তানে টানা তুষারপাত ও বৃষ্টি, নিহত অন্তত ৬১

আফগানিস্তানে টানা তুষারপাত ও ভারী বৃষ্টিতে গত তিন দিনে অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ