spot_img

কড়া বিধিনিষেধের মুখে আল-আকসায় জুমার নামাজ পড়া, যে শর্ত দিয়েছে ইসরায়েল

অবশ্যই পরুন

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠোর বিধিনিষেধ জারি করেছেন আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায়ের ক্ষেত্রে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দেশটির প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য।

ওই বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে যেসব পুরুষের বয়স ৫৫ বছরের বেশি, নারীর বয়স ৫০ বছরের ঊর্ধ্বে, এবং যেসব শিশুর বয়স ১২ বছরের কম, শুধু তাদেরকেই শুক্রবার জুমার নামাজের সময় আল আকসা চত্বরে প্রবেশের যোগ্য বলে বিবেচনা করা হবে।

আরও বলা হয়েছে, যারা প্রবেশের যোগ্য বলে বিবেচিত হবেন, তাদেরকে অবশ্যই নিরাপত্তা বিষয়ক ছাড়পত্র সংগ্রহ করতে হবে এবং মসজিদ চত্বরে প্রবেশের সময় তা প্রদর্শন করতে হবে। আল-আকসা মসজিদ চত্বরের আশে পাশে কয়েকটি সেনা চেকপোস্ট বসানো হয়েছে, সেসব চেকপোস্টে গিয়ে সংগ্রহ করতে হবে এই ছাড়পত্র।

উল্লেখ্য, গুরুত্বের বিচারে ইসলাম ধর্মাবলম্বীদের আল-আকসার মসজিদের স্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে কাবা এবং মসজিদে নববি। ইসলামের আবির্ভাবের প্রাথমিক যুগে আল-আকসা মসজিদকে কেবলা করে নামাজ আদায় করতেন মুসল্লিরা। পরে নবীর মেরাজের পর কেবলার পরিবর্তন হয়।

যদিও এক সময় আল-আকসায় নামাজ পড়ায় তেমন কোনো বাধা দেয়নি ইসরায়েল। কিন্তু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীর অতর্কিত হামলা এবং সেই হামলার জবাব দিতে গাজা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ১৫ মাসের অভিযান সেই পরিস্থিতি পালটে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনই বাস্তবায়নযোগ‍্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ