spot_img

স্বাধীনতা পুরস্কার নেবেন না বদরুদ্দীন উমর

অবশ্যই পরুন

স্বাধীনতা পুরস্কার না নেয়ার ঘোষণা দিয়েছেন লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দীন উমর।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, ১৯৭৩ সাল থেকে আমাকে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে পুরস্কার দেওয়া হয়েছে। আমি সেগুলোর কোনোটি গ্রহণ করিনি। এখন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। এজন্য তাদের ধন্যবাদ। কিন্তু তাদের দেওয়া এই পুরস্কারও আমার পক্ষে গ্রহণ করা সম্ভব নয়।

উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ

হাদি হত্যার আসামিরা কলকাতায় গ্রেপ্তার হয়েছে কিনা স্পষ্ট করল পশ্চিমবঙ্গ পুলিশ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)- সদস্যদের হাতে পাঁচজন বাংলাদেশি নাগরিকের আটক হওয়ার ঘটনা সম্পূর্ণ ভিত্তিহীন। টুইট বার্তায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ