spot_img

আইসিসির প্রতি ক্ষোভ ঝাড়লেন মিলার

অবশ্যই পরুন

‘চোকার্স’ তকমা ঘোচানোর সুযোগ থাকলেও, শেষ পর্যন্ত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কিউইদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে দক্ষিণ আফ্রিকার।

এই হারের পর আইসিসির প্রতি ক্ষোভ ঝাড়লেন দলটির তারকা প্লেয়ার ডেভিড মিলার। দুবাইয়ে ভারত-নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করছিলো সেমিফাইনালের লাইনআপ।

তবে এতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে। দু’দলকেই দুবাই যেতে হয় সম্ভাব্য প্রতিপক্ষ বিবেচনা করে। তবে সেখানে শেষ পর্যন্ত ম্যাচ খেলতে হয়নি দক্ষিণ আফ্রিকাকে।

মূলত, তাদের ২৪ ঘণ্টার ব্যবধানে আবার পাকিস্তানে ফিরে আসতে হয়েছে সেমিফাইনাল খেলতে। প্রকৃতপক্ষে, এই অপ্রয়োজনীয় ভ্রমণের কারণেই বেশ ক্ষুব্ধ মিলার।

তিনি বলেন, মাত্র এক ঘণ্টা ৪০ মিনিটের ফ্লাইট। খুব বেশি কিছু নয়। তবে বাস্তবতা হচ্ছে, আমাদের এটি করতে হয়েছে; যা মোটেই আদর্শ পরিস্থিতি নয়।

তিনি আরও বলেন, ইংল্যান্ডের বিপক্ষে করাচিতে জয়ের পর দ্রুত দুবাই যেতে হয়েছে, কিন্তু সেখানে কোনো ম্যাচ খেলতে হয়নি। সকালে রওনা দিয়ে বিকেলে পৌঁছেছি। এরপর আবার পরদিন সকাল সাড়ে ৭টায় ফের করাচিতে ফিরেছি। যা মোটেও আনন্দদায়ক কিংবা সুখকর পরিস্থিতি নয়।

উল্লেখ্য, আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়েছে কিউইরা।আগামী রোববার (৯ মার্চ) চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। শেষবার ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়ার কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল কিউইদের।

অপরদিকে, টানা তিন ফাইনাল খেলতে নামবে ভারত। ২০১৩ সালে ইংলিশদের হারিয়ে শিরোপা জিতলেও সবশেষ আসরে পাকিস্তানের কাছে হেরে যায় মেন ইন ব্লু’রা।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সর্বশেষ সংবাদ

হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমলো

এবার ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০...

এই বিভাগের অন্যান্য সংবাদ