spot_img

বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে চলতি বছরে নির্বাচন কঠিন: নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকার জননিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পারেনি। ফলে চলতি বছর নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাজিদ ইসলাম।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) রয়টার্স প্রতিবেদনটি প্রকাশ করে।

নাহিদ ইসলাম বলেন, স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে পুলিশের কার্যকম স্বাভাবিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পুরোপুরি উন্নতি হবে বলে আশা করেছিলাম। তবে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। বিরাজমান পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে বলে মনে হচ্ছে না।

তিনি আরও বলেন, যখনই অনুষ্ঠিত হোক নির্বাচনের জন্য প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি। তবে নির্বাচন অনুষ্ঠানের আগে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের’ ওপর ঐকমত্যে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দলিলটি জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন করা ও আন্দোলনে নিহত ১,০০০ জনের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

একমাসের মধ্যে ঐকমত্যে পৌঁছাতে পারলে নির্বাচনের দিকে আগানো যাবে। তবে বেশি সময় লাগলে নির্বাচন পেছানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

দলের অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অনেক ধনী ব্যক্তি দলকে অর্থায়ন করছেন। শীঘ্রই নতুন অফিসের জন্য ক্রাউডফান্ডিং শুরু ও নির্বাচনের জন্য একটি তহবিল তৈরির উদ্যোগ নেব।

সর্বশেষ সংবাদ

গণভোট নিয়ে দলগুলো ‘ঐকমত্যে’ পৌঁছাতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার: আইন উপদেষ্টা

গণভোট নিয়ে রাজনৈতিক মতভেদে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে ঐকমত্য হওয়ার আহ্বান...

এই বিভাগের অন্যান্য সংবাদ