spot_img

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, বৈঠক হতে পারে শির সঙ্গে

অবশ্যই পরুন

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আগামী ২৬ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাঠানো বিশেষ ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়। এ সফরে শি জিন পিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।

জানা যায়, চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়।

এর আগে, জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যান।

সর্বশেষ সংবাদ

মুসলিম খেলোয়াড়দের রোজা রাখার ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ধর্মপ্রাণ মুসলিম খেলোয়াড়রা রোজা রেখেই ফুটবল খেলে থাকেন। সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের লক্ষ্য মাস জুড়ে সিয়াম পালন করে মুসলিম বিশ্ব।...

এই বিভাগের অন্যান্য সংবাদ