spot_img

জিম্মিদের দ্রুত মুক্তি না দিলে গাজায় নারকীয় পরিস্থিতি তৈরি হবে: হামাসকে হুঁশিয়ারি ট্রাম্পের

অবশ্যই পরুন

অবিলম্বে জিম্মিদের মুক্তি না দিলে নারকীয় পরিস্থিতি তৈরি হবে গাজায়। মরতে হবে সব হামাস সদস্যকে। আবারও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রতি এ হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৫ মার্চ) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এমন হুঁশিয়ারি দেন। খবর দ্য গার্ডিয়ানের।

ট্রাম্প বলেন, এটাই শেষবারের মতো সতর্কবার্তা। তার কথামতো না চললে, নিরাপদ থাকবে না কোনো হামাস সদস্য। এই প্রক্রিয়া শেষ করতে যা যা প্রয়োজন, দেয়া হবে ইসরায়েলকে।

ফিলিস্তিনি জনগণের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। যেকোনো একটি সিদ্ধান্ত বেছে নিতে হবে। এটাই গাজা ছাড়ার সময় উল্লেখ করে সুযোগটি লুফে নেয়ার আহ্বান জানান তিনি।

এর আগে, হোয়াইট হাউস নিশ্চিত করে হামাসের সঙ্গে সরাসরি কথা হয়েছে ওয়াশিংটনের। জিম্মি মুক্তি নিয়ে বেশ কয়েকবারই হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনি সংগঠনটির সাফ জবাব, একমাত্র যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়েই মুক্তি পাবে বন্দিরা।

সর্বশেষ সংবাদ

দ্রুত তথ্য কমিশন পুনর্গঠনের দাবি ইফতেখারুজ্জামানের

জুলাই অভ্যুত্থানের পর থেকেই নেই তথ্য কমিশন। এর দায়ভার সরকারকে নিয়ে দ্রুত তথ্য কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন টিআইবির নির্বাহী...

এই বিভাগের অন্যান্য সংবাদ