spot_img

বৈশ্বিক মান বজায় রেখে শ্রম আইন সংস্কারের নির্দেশ প্রধান উপদেষ্টার

অবশ্যই পরুন

শ্রম আইন সংস্কারে বৈশ্বিক মান বজায় রাখতে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৫ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের ইতিবাচক পদক্ষেপ নিতে হবে এবং কাজ সম্পন্ন করতে হবে। এখানে কোনো অজুহাত দেয়ার জন্য আসিনি। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে আইনটি সংস্কার করা হলে বিভিন্ন খাতে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিকের জীবনমান উন্নত হবে। এ সময় শ্রমিকদের জন্য বীমা সুবিধা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা বিধানের নির্দেশও দেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী বলেন, বাংলাদেশ এরইমধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। কিছু ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক উন্নয়ন হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে আরও কিছু উন্নতির প্রয়োজন রয়েছে।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ টুয়োমো পোতিয়ানেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আগামী ১০ থেকে ২০ মার্চ সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ৩৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনটিতে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন।

সর্বশেষ সংবাদ

প্রোটিয়াদের হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী নিউজিল্যান্ড

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয়  সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়েছে কিউইরা। ৩৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩১২ রানে...

এই বিভাগের অন্যান্য সংবাদ