spot_img

ঈদের পর জিম্বাবুয়ে আসছে বাংলাদেশ সফরে

অবশ্যই পরুন

গ্রুপ পর্বেই বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ হয়েছে। দুই ম্যাচ হেরে এবং এক ম্যাচে বৃষ্টির কারণে কোনো ফলাফল না আসায় ১ পয়েন্ট নিয়ে সান্ত্বনাসূচক চ্যাম্পিয়নস ট্রফির যাত্রা শেষ করেছে বাংলাদেশ। জাতীয় দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত রয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল)। যদিও খুব দ্রুতই জাতীয় দলের হয়ে মাঠে নামতে হবে তাদের। কারণ আগামী এপ্রিলে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসন্ন ঈদুল ফিতরের পর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। গতকাল মঙ্গলবার (৪ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।

২০২৪ সালেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ এবং দুটি টেস্ট ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশের। তবে সে বছর টি২০ বিশ্বকাপ সামনে থাকায় শুধুমাত্র পাঁচ ম্যাচের টি২০ সিরিজ অনুষ্ঠিত হয়। স্থগিত থাকা দুই ম্যাচের টেস্ট সিরিজ এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এই প্রসঙ্গে শাহরিয়ার নাফীস জানান, “গত বছর বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে দুটি টেস্ট ও তিনটি টি২০ খেলার কথা ছিলো। যেহেতু আমাদের সামনে টি২০ বিশ্বকাপ ছিলো, তাই আমরা তখন ওই সিরিজের ফরম্যাট পরিবর্তন করে পাঁচটি টি২০ খেলেছিলাম।”

তিনি আরও যোগ করেন, “টেস্ট ক্রিকেট আমাদের অন্যতম অগ্রাধিকার। তাই আমরা নিশ্চিত করতে চাই যে, গত বছর যে দুটি টেস্ট ম্যাচ হয়নি, এবার তা অনুষ্ঠিত হবে। সেই ম্যাচগুলোই রিশিডিউল করে এপ্রিলে আয়োজন করা হবে।”

এদিকে এই সিরিজের ভেন্যু সম্পর্কে শাহরিয়ার নাফীস জানান, “ভেন্যু ও নির্দিষ্ট সূচি খুব দ্রুতই আমরা জানাবো। যেহেতু দুটি টেস্ট ম্যাচ, এর একটি ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে। কারণ বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগ চলার কারণে ঢাকার মাঠ ব্যস্ত থাকবে। আমরা বিসিবির গ্রাউন্ডস কমিটির পরামর্শ নিয়েছি এবং তারা আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানালে দ্রুতই ঘোষণা দেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ

ফের তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী দুইদিন দিন ও রাতের তাপমাত্রা কমলেও শনিবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। আজ বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে...

এই বিভাগের অন্যান্য সংবাদ