spot_img

সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরানের বিরুদ্ধে সিআইডির মামলা

অবশ্যই পরুন

সাদিক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের বিরুদ্ধে ১৩৩ কোটি টাকার মানিলন্ডারিংয়ের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে। মামলাটি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে তাকে মহানগর দায়রা জজ আদালতে তোলা হয়। এর আগে, সোমবার (৩ মার্চ) ইমরানকে গ্রেপ্তার করে সিআইডি।

সিআইডি জানায়, সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি লঙ্ঘন করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানির অভিযোগ রয়েছে।

এছাড়া ভূটান ও নেপাল হতে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে তা বিক্রয় করার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ সংবাদ

জোতার সম্মানে তার জার্সি তুলে রাখলো লিভারপুল

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রের মৃত্যুর খবরে শোকস্তব্ধ ফুটবলবিশ্ব। মাঠের বাইরের এই মর্মান্তিক ঘটনায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ