spot_img

গ্রেফতার এড়াতে নিখোঁজ শ্রীলঙ্কার আইজিপি

অবশ্যই পরুন

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে শ্রীলঙ্কার পুলিশের প্রধান দেশবন্ধু তেন্নাকুন নিখোঁজ। স্থানীয় সময় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)থেকে তিনি নিখোঁজ। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম তামিল গার্ডিয়ান এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, একটি কুখ্যাত তল্লাশি অভিযান চালাকালে একজন কর্মকর্তাকে হত্যার ঘটনায় তার বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

অভিযোগ রয়েছে, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর, তিনি ওই তল্লাশি অভিযানের নির্দেশ দিয়েছিলেন। সেই থেকে আইজিপি দেশবন্ধু তেন্নাকুন নিখোঁজ। তিনি কোথায় আছেন তা কেউই বলতে পারছেন না।

একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করতে তার বাড়িতে অভিযান চালিয়েছিলাম আমরা। কিন্তু তার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তিনি পলাতক। শুধু তার দেহরক্ষীদের রেখে গেছেন।

তিনি আরও বলেন, ৫৩ বছর বয়সী তেন্নাকুনের বিরুদ্ধে বিদেশ সফরে নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত। যাতে তিনি দেশ ছেড়ে যেতে না পারেন।

উল্লেখ্য, আইজিপি কলম্বোর একটি পুলিশ ইউনিটকে নির্দেশ দিয়েছিলেন অবকাশযাপনের শহর ওয়েলিগামায় একটি হোটেলে তল্লাশি চালাতে। অভিযোগ ছিল সেখানে বেআইনিভাবে মাদকের ব্যবসা হয়। কিন্তু স্থানীয় পুলিশ ছদ্মবেশধারী অপারেশনের বিষয়ে অবহিত ছিল না। ফলে রাজধানী থেকে যাওয়া একটি ইউনিটের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এতে বন্দুকযুদ্ধে একজন কর্মকর্তা নিহত হন। অন্যজন গুরুতর আহত হন। তবে ওই হোটেলে কোনো মাদক পাওয়া যায়নি। ২০২৩ সালের নভেম্বরে বিতর্কিতভাবে তেন্নাকুনকে পুলিশ প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। ফলে তার নিয়োগকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়।

সর্বশেষ সংবাদ

রিয়ালের হারের দিনে জিততে পারল না বার্সেলোনাও

রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়ানোর সুযোগ থাকলেও তা সঠিকভাবে কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। অনেক সুযোগ নষ্ট করে রিয়াল বেতিসের...

এই বিভাগের অন্যান্য সংবাদ