spot_img

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার দিনরাত চেষ্টা করছে: স্বরাষ্ট্র সচিব

অবশ্যই পরুন

ডেভিল হান্ট শব্দটা থাকছে না বলে কয়েকটি গণমাধ্যম যে সংবাদ প্রচার করেছে তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেছেন, ডেভিল হান্ট শব্দ থাকবে না, এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

আজ সোমবার (৩ মার্চ) চলমান অপারেশন ডেভিল হান্ট নিয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বরাষ্ট্র সচিব।

ড. নাসিমুল গনি বলেন, জুলাইয়ের আগে মোহাম্মদপুরে ১০ জন মারা যাওয়ার ঘটনা ঘটেছে। জুলাই এরপর নভেম্বরে দুইজন আর জানুয়ারিতে একজন নিহত হয়েছে। ফেব্রুয়ারিতে কোনো ডেইথ কেস নাই।

তিনি বলেন, আগস্টের পর এই সরকার একটি বিধ্বস্ত পুলিশ বাহিনী পেয়েছে। তাদেরকে দিয়ে এখন চলতে হচ্ছে। ঢাকা শহরকে গুরুত্ব দিয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। যেখানে প্রয়োজন নাই সেখানে না গিয়ে গুরুত্ব অনুযায়ী অপারেশন চলবে।

সরকার যথাসাধ্য চেষ্টা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। দিনরাত চেষ্টা করা হচ্ছে এ জন্য। আশা করছি দ্রুতই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, যোগ করেন নাসিমুল গনি। তিনি বলেন, ছুটির দিনেও তারা বসে নেই, ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করছে বাহিনীর লোকগুলো। আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই।

অপারেশন ডেভিল হান্ট নিয়ে স্বরাষ্ট্র সচিব আরও বলেন, অপারেশন ডেভিল হান্ট নামে যৌথ বাহিনীর যে অভিযান চলছে, সেটা আরও ফোকাসড করার নির্দেশনা দেয়া হয়েছে। যেখানে প্রয়োজন নাই সেখানে না গিয়ে যেসব এলাকায় বেশি ক্রাইম হচ্ছে সেখানে বেশি পেট্রোলিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া বর্তমানে রোজা এবং ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

টানা ১০ বছর দলীয় স্লোগান দিলেই আর বিচারক হওয়া যাবে না: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, টানা ১০ বছর দলীয় স্লোগান অর্থাৎ জয় বাংলা আর বাংলাদেশ জিন্দাবাদ বললে...

এই বিভাগের অন্যান্য সংবাদ