spot_img

ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বাফুফে সভাপতির সাক্ষাৎ

অবশ্যই পরুন

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। আগামী ২৫ মার্চ মেঘালয়ের শিলংয়ে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ভারতের দলও ফিরতি লেগ খেলতে ১৮ নভেম্বর ঢাকায় আসবে।

আজ সোমবার (৩ মার্চ) বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এ ম্যাচ দুটিকে সামনে রেখে ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিমও উপস্থিত ছিলেন।

শিলংয়ের ম্যাচের আগে প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ দল ৫ মার্চ সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করতে যাচ্ছে। সেখানে অনুশীলন শেষে ১৮ মার্চ ঢাকায় ফিরবে জামাল ভূঁইয়ার দল। এরপর ২০ বা ২১ মার্চ শিলংয়ের উদ্দেশে যাত্রা করার পরিকল্পনা রয়েছে। তাই বাফুফে আগেভাগেই পুরো দলের জন্য ভারতের ভিসার আবেদন করেছিল।

সৌদি আরবে ফ্লাইটের আগে বাংলাদেশ দলের সবার ভিসা ইস্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন ফেডারেশনের সহ-সভাপতি ফাহাদ করিম। এ সাক্ষাতের বিষয়ে তিনি জানান, সাক্ষাৎটি ছিল সৌজন্যমূলক, যেখানে দুই দেশের ফুটবল সম্পর্ক উন্নয়ন, নারী লিগের প্রসঙ্গ এবং স্পোর্টস মেডিসিন নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ফুটবলের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়েও কথা হয়েছে। দলের সবাই ভিসা পেয়েছে এবং পাসপোর্ট সংগ্রহ করেছে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

রাজধানীর পূর্বাচলে নির্মানাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। ভেন্যুটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট...

এই বিভাগের অন্যান্য সংবাদ