spot_img

সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে নির্বাচনের মাধ্যমে সংসদে আসতে হবে: আমীর খসরু

অবশ্যই পরুন

ছাত্রদের দাবি অনুযায়ী সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করতে হলে জনগণের সমর্থন নিয়ে আগে নির্বাচনের মাধ্যমে সংসদে আসতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, সরকারের স্বদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, চলতি বছরের জুনের মধ্যেই নির্বাচন সম্ভব।

আজ সোমবার (৩ মার্চ) সকালে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, নির্বাচন যত দেরি হবে দেশের তত ক্ষতি হবে। এসময় নতুন দল প্রসঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় নতুন রাজনৈতিক দলের আগমন স্বাভাবিক। তবে দলের নিজস্ব চিন্তাভাবনা বাস্তবায়ন করতে হলে জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের মাধ্যমে সংসদে গিয়ে তা বাস্তবায়ন করতে হবে।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ