spot_img

অস্কারের মঞ্চে জেমস বন্ডকে শ্রদ্ধা

অবশ্যই পরুন

জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। রোববার (২ মার্চ) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে তারকাদের জমকালো আসর।

বাংলাদেশ সময় সোমবার (৩ মার্চ) ভোর ৫টায় শুরু হয়েছে অস্কার বিজয়ীদের নাম ঘোষণা। এদিকে অস্কারের সঙ্গে ছয় দশকের সম্পর্ক ‘জেমস বন্ড’র। তাই ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের শুরুতেই নাচে–গানে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ্য জানানো হয়।

দোজা ক্যাট, লিসা ও রে গানে গানে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ্য জানান। গানের সঙ্গে ছিল এ সময়ের আলোচিত অভিনেত্রী মারগারেট কোয়ালির নাচ।

বন্ডের থিমের সঙ্গে মঞ্চে কোয়ালির নাচ যেন শুরুতেই জমিয়ে দেয় অস্কার অনুষ্ঠান।

১৯৭৩ সালের জেমস বন্ড সিনেমা ‘লিভ অ্যান্ড লিভ লিভ’-এর থিম সং ধরেন ব্ল্যাকপিংক গায়িকা লিসা, এরপর দোজা ক্যাট গান ‘ডায়মন্ডস আর ফরএভার’-এর থিম, সবশেষে রে পরিবেশন করেন ‘স্কাইফল’-এর গান।

এর আগে জেমস বন্ড ট্রিবিউট পারফরম্যান্স শুরু করেন ‘ডাই এনাদার ডে’ অভিনেত্রী হ্যালি বেরি।

সর্বশেষ সংবাদ

শ্রীলীলার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কার্তিক

সারা আলি খান থেকে জাহ্নবী কাপুর, অনন্যা পাণ্ডের পর এবার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন কার্তিক আরিয়ান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ