ফেব্রুয়ারি মাসে সারাদেশে ১৮৯ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৪৮ জন ধর্ষণের শিকার হয়েছে। দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ১১ জন। একজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
রোববার (২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মহিলা পরিষদ এসব তথ্য জানিয়েছে। বিভিন্ন গণমাধ্যমের সূত্রে তারা এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেব্রুয়ারিতে যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন। এর মধ্যে ৬ জন কন্যাশিশু। উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন একজন নারী। অগ্নিদগ্ধ হয়েছেন একজন নারী। পাঁচজনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে।
যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে তিনজন। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে তিনজনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে মোট ১৫ জন। গৃহকর্মী নির্যাতনের তিনটি ঘটনা ঘটেছে। দুইজন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।
মহিলা পরিষদের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসে বিভিন্ন কারণে ১০ জন কন্যাসহ ৪৬ জনকে হত্যা করা হয়েছে। ৩ জন কন্যাসহ ১৭ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৫ জন কন্যাসহ ১৫ জন আত্মহত্যা করেছে, এর মধ্যে ২ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে। ৮ জন কন্যা অপহরণের শিকার হয়েছে।
এছাড়াও একজন কন্যা অপহরণের চেষ্টার শিকার হয়েছে। একজন নারী সাইবার অপরাধের শিকার হয়েছে। সেইসঙ্গে তিনজন কন্যাসহ তিনজন নারী মোট ৬ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।