spot_img

আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজের ভাড়া নির্ধারণ করে দিল সরকার

অবশ্যই পরুন

আলু সংরক্ষণে কোল্ড স্টোরেজের ভাড়া নির্ধারণ করে দিয়েছে সরকার। কোল্ড স্টোরেজে কেজি প্রতি সর্বোচ্চ ৬.৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হয়েছে। রোববার (২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

এতে বলা হয়েছে, কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৬(খ) ধারাতে প্রদত্ত ক্ষমতা বলে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের নিমিত্ত কেজি প্রতি সর্বোচ্চ ৬.৭৫ টাকা হারে ভাড়া নির্ধারণ করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ সংবাদ

নিশাঙ্কা-মেন্ডিসের ব্যাটে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে...

এই বিভাগের অন্যান্য সংবাদ