spot_img

বরুণের ঘূর্ণিতে গ্রুপসেরা ভারত, রানার্স আপ নিউজিল্যান্ড

অবশ্যই পরুন

নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে তেমন আশানুরূপ ব্যাটিং প্রদর্শনী না দেখাতে পেরে হতাশ হয়েছিলো ভারত। তবে বোলিং দিয়ে পুরোটা আক্ষেপ পুষিয়ে দিয়েছে ভারত। আজ রোববার (২ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউইদের অর্ধেক ব্যাটারকে একাই সাজঘরে ফিরিয়েছেন বরুণ চক্রবর্তী।

ভারতের দেয়া ২৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২০৫ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এই ম্যাচে জয়ী দল ভারত আগে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছিলো। সেমিতে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া।

এই ম্যাচে ভারতের আরেক স্পিনার কুলদীপ যাদব দুই উইকেট শিকার করেছেন। হার্দিক পান্ডিয়া নিয়েছেন একটি উইকেট।

ভারতের দেয়া ২৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি কিউইদের। উইকেট হারিয়েও খেলাটা ভালোই সামলে নিয়েছিলেন কেন উইলিয়ামসন। যদিও তার সঙ্গ দেওয়ার সঙ্গীরা আসা যাওয়ার ওপর ব্যস্ত ছিলেন।

নিউজিল্যান্ডের দলীয় স্কোর যখন ৪ উইকেট হারিয়ে ১৩৩ তখনো ভারতের জন্য ম্যাচে ফেরাটা স্বপ্নের মতো লাগছিলো। কিন্তু প্রথমবার ভারতের জার্সি গায়ে কোনো বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে নামা বরুণ চক্রবর্তী আলো ছড়ান এই ম্যাচে। একাই শিকার করেন পাঁচ উইকেট। অন্যদিকে উইকেট হারিয়ে আর রানের চাকায় গতি লাগাতে পারেননি কিউই ব্যাটাররা।

বিস্তারিত আসছে…

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করেছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মোবারক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ শনিবার (৩ মে) বিবৃতির...

এই বিভাগের অন্যান্য সংবাদ