ছিন্নমূল ও অসহায় পথশিশুদের সঙ্গে পবিত্র রমজানের প্রথম রোজার ইফতার করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রবিবার উপদেষ্টার ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে।
উপদেষ্টার ফেসবুক পেজে এ বিষয়ে একটি স্ট্যাটাস প্রকাশ করা হয়, যেখানে তিনি উল্লেখ করেন, “খাবারের সাথে যদি একটু ভালোবাসা জুড়ে দেওয়া যায়, তবেই তারা অনুভব করে, কেউ তাদের পাশে আছেন।”
এতে আরো বলা হয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার এ উদ্যোগের মাধ্যমে অসহায় পথশিশুদের পাশে দাঁড়িয়ে তাদেরকে একটু সুখ-শান্তি দেয়ার চেষ্টা করেছেন। তার এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন অনেক পথশিশু, যারা রোজা রাখার পর ইফতার করতে পারছিলেন না।
এ সময় শিশুদের মাঝে চকোলেট, ইফতার ও রাতের খাবার বিতরণ করার পাশাপাশি তাদের সঙ্গে হাস্যোজ্জ্বল সময় কাটান তিনি।
একটু সহানুভূতি, হাসি, আনন্দ আর ভালোবাসা নিয়ে তাদের পাশে থাকলে, বোঝা নয় বরং এই পথশিশুরাও বেড়ে উঠতে পারে সঠিক পথে।
একটু সহানুভূতি, হাসি, আনন্দ আর ভালোবাসা নিয়ে তাদের পাশে থাকলে, বোঝা নয় বরং এই পথশিশুরাও বেড়ে উঠতে পারে সঠিক পথে।
এমন উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন অনেকে, যা প্রমাণ করে যে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন বরং একজন মানবিক নেতা।