spot_img

জাতিকে অস্থিতিশীল করার প্রচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ঢাবি উপাচার্যের

অবশ্যই পরুন

ঐতিহাসিক বিষয়ে রাজনৈতিক পরিচয় দেখতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেন, ইতিহাস যারা নির্মাণ করেন তারা সকল কিছুর ঊর্ধ্বে।

রোববার (২ মার্চ) জাতীয় পতাকা উত্তোলন দিবস উপলক্ষ্যে দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

এখনও দেশ ও জাতিকে অস্থিতিশীল করার সবরকম প্রচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন উপাচার্য। এসময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, আমাদের ঐক্য ধরে রাখা একান্ত জরুরি।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওইদিন পতাকা উত্তোলন করেছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আ স ম আবদুর রব। পতাকাটি ছিলো সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত পতাকা। পরবর্তীতে বাংলাদেশের পতাকা থেকে লাল বৃত্তের ভেতর মানচিত্রের অংশ বাদ দেয়া হয়।

সর্বশেষ সংবাদ

ইরানে আইএইএর পরিদর্শকদের ফেরার পথ খুলছে, আশাবাদী গ্রোসি

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি শুক্রবার ইরানে একটি কারিগরি প্রতিনিধি দলকে পরিদর্শনের অনুমতি দেওয়ার সিদ্ধান্তে 'উৎসাহিত'...

এই বিভাগের অন্যান্য সংবাদ