spot_img

রোজার ঈদে আসছে আসিফ আকবরের নতুন গান

অবশ্যই পরুন

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। গান প্রকাশে এখনও নিয়মিত তিনি। বিশেষ দিবস ও উৎসবেও প্রকাশ করছেন নতুন গান। এদিকে আসন্ন ঈদকে সামনে রেখে এরইমধ্যে নতুন গান প্রকাশের কাজ শুরু করেছেন।

রোজার ঈদে প্রকাশ হবে ‘ফিরে পাব কি আবার’ শিরোনামের নতুন একটি গান। এর কথা লিখেছেন ফারুক আনোয়ার। সুর ও সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক সম্রাট আহমেদ। এটি ঈদে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, গানটির কথা খুব ভালো। সম্রাট এ প্রজন্মের খুব মেধাবী একজন সংগীত পরিচালক হিসেবে গানটিতে চমৎকার সুর ও সংগীত আয়োজন করেছে। আশা করি, এটি শ্রোতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে।

তিনি আরও বলেন, স্টেজ শোয়ের পাশাপাশি গান রেকর্ড করছি। ঈদে আরও কয়েকটি গান আসতে পারে। সেগুলো নিয়েও কাজ করছি।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা নিয়ন্ত্রণ ও বিচার বিভাগ বিকেন্দ্রীকরণে দলগুলো একমত

রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণে সংবিধানের ৪৯ অনুচ্ছেদ সংশোধনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে। তবে কী আইন বা নীতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ