spot_img

ইউক্রেনকে অব্যাহত সমর্থনের প্রতিশ্রুতি দিলেন স্টারমার

অবশ্যই পরুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লন্ডনে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। এসময় স্টারমার ইউক্রেনের প্রতি অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়ে বলেন, “যতদিন প্রয়োজন, আমরা ইউক্রেনের পাশে থাকব।”

এই বৈঠক এমন এক সময়ে হলো, যখন ইউক্রেন পরিস্থিতি নিয়ে ইউরোপীয় মিত্রদের সম্মেলন আসন্ন। এর আগে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে উত্তপ্ত বৈঠকের পর যুক্তরাজ্যে পৌঁছান জেলেনস্কি।

বৈঠকে যুক্তরাজ্য ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়নে ২.২৬ বিলিয়ন পাউন্ড ঋণ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। স্টারমার ইউক্রেনে স্থায়ী শান্তি অর্জনের প্রতি তার সরকারের ‘অটল সংকল্প’ পুনর্ব্যক্ত করেন। জেলেনস্কি যুক্তরাজ্যের সরকার ও জনগণকে যুদ্ধের শুরু থেকেই শক্তিশালী সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘এমন অংশীদার ও বন্ধু পেয়ে আমরা গর্বিত।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী জেলেনস্কিকে উদ্দেশ্য করে বলেন, ‘যুক্তরাজ্য জুড়ে তার পূর্ণ সমর্থন রয়েছে। যতদিন সময় লাগতে পারে আমরা তোমার এবং ইউক্রেনের সাথে আছি।’

এদিকে, রোববার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র সফরের সময় হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়ের কারণে দুই দেশের মধ্যে খনিজ সম্পদ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি বাতিল হয় এবং নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও স্থগিত করা হয়।

এছাড়া, ইউক্রেনের প্রতি সমর্থন রাখার প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন ও ব্লকভুক্ত দেশগুলো। ইউক্রেনের পাশে দাঁড়ানোর কথা কানাডা আর অস্ট্রেলিয়াও।

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

রাজধানীর পূর্বাচলে নির্মানাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। ভেন্যুটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট...

এই বিভাগের অন্যান্য সংবাদ