spot_img

‘পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা ও উপসচিব পদে কোটা বাতিলের প্রস্তাব গ্রহণ করেনি কমিশন’

অবশ্যই পরুন

জনপ্রশাসন সংস্থার কমিশনে ২৫টি ক্যাডারের পক্ষ থেকে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং উপসচিব পদে কোটা বাতিলের প্রস্তাব করা হয়েছিল, কিন্তু সংস্কার কমিশনের প্রতিবেদনে এটি উল্লেখ করা হয়নি বলে জানিয়েছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক ড. মোহাম্মদ মফিজুর রহমান।

শনিবার (১ মার্চ) সকালে রাজধানীর খামারবাড়িতে সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

ড. মফিজুর বলেন, জনদাবিকে উপেক্ষা করে সংস্কার কমিশনের প্রতিবেদনে ক্ষমতাধর একটি গোষ্ঠীর নিরঙ্কুশ ক্ষমতা আরও বৃদ্ধির প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। প্রতিবেদনটি পুরোপুরি বাস্তবায়িত হলে প্রশাসনিক ফ্যাসিজম আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত করার প্রস্তাব হতে সরে এসে সুকৌশলে নিয়োগের প্রক্রিয়ায় ভিন্নতা রাখা হয়েছে। যেন ধীরে ধীরে শিক্ষা ও স্বাস্থ্যকে মূলধারা থেকে বের করা যায়।

সর্বশেষ সংবাদ

দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার বাতাসের উন্নতি

বিশ্বের ১২৪ শহরের মধ্যে আজ দূষিত শহরের ষষ্ঠস্থানে রয়েছে রাজধানী ঢাকা। রোববার (২৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান...

এই বিভাগের অন্যান্য সংবাদ