spot_img

ভারত বা পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না : নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারতকেন্দ্রিক বা পাকিস্তানপন্থি কোনও রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার ঐকমত্যের ভিত্তিতে রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণ করবো।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের সামনে নিজ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পেছনের ইতিহাসকে অতিক্রম করে একটি স্বপ্নের বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল—‘তুমি কে? আমি কে? বিকল্প! বিকল্প!’ আজ সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।

তিনি আরও বলেন, আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে জনগণকে দুর্বল করে রাখা হয়েছিল, রাষ্ট্রকে দুর্বল করার যে ষড়যন্ত্র চলছিল—সেটি আমরা জুলাই অভ্যুত্থানে সব দলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি।

সর্বশেষ সংবাদ

চাঁদ দেখা গেছে, সৌদিতে রোজা শুরু শনিবার

সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহিমান্বিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ