জার্মানিতে সম্ভাব্য মহাজোট সরকার গঠন বিষয়ক আলোচনা শুরু করতে যাচ্ছে খ্রিষ্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন- সিডিইউ/খ্রিষ্টিয়ান সোশ্যাল ইউনিয়ন- সিএসইউ এবং সোশ্যাল ডেমোক্রেটিক পাটি-এসপিডি। ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার থেকেই শুরু হতে চলেছে এই আলোচনা, যা জার্মান গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সিডিইউ-এর বিজয়ী চ্যান্সেলর প্রার্থী ফ্রিডরিশ ম্যার্ৎস জানিয়েছেন, তিনি ২০ এপ্রিলের মধ্যে নতুন সরকার গঠন করতে চান। আলোচনায় অংশ নিতে প্রতিটি দলের পক্ষ থেকে নয়জন প্রতিনিধি পাঠানোর কথা বলা হয়েছে।
জার্মান সংসদ নির্বাচনের ফলাফলের পর, মহাজোট সরকার ছাড়া আর কোনো বিকল্প পথ বাস্তবসম্মত মনে হচ্ছে না।
নির্বাচনের প্রচারে ফ্রিডরিশ ম্যার্ৎস অতি ডানপন্থি দল এএফডির সঙ্গে কোনো ধরনের জোট না করার বিষয়ে কঠোর বার্তা দিয়েছেন, যদিও তারা ভোটের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল।
সূত্র: ডয়েচে ভেলে