রানি মুখার্জী আবারও ‘মর্দানি’ সিনেমার তৃতীয় কিস্তির মাধ্যমে ফিরছেন বড় পর্দায়, যেখানে তার চরিত্র শিবানী শিবাজি। এই চরিত্রটি আগের দুই সিনেমার মাধ্যমে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি, শুটিং শুরু হওয়ার আগে, মঙ্গলবার মধ্যরাতে রানি মুখার্জী একেবারে নতুন রূপে উপস্থিত হয়েছেন।
তিনি চন্দনের তিলক ও সিঁদুরে টিপ সহ সাদা পোশাক পরিধান করেছিলেন, যা তার চরিত্রের সাথে সম্পর্কিত একটি ঐতিহ্যবাহী এবং শক্তিশালী রূপের প্রতিফলন। এমন একটি দৃশ্যে তাকে অনিল কাপুরের বাড়ির সামনে দেখা গিয়েছিল এবং এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন ফটো সাংবাদিকরা।
এটি তার পরবর্তী সিনেমার জন্য একটি বিশেষ সাজ, যা তার চরিত্রের শক্তি এবং চরিত্রের জটিলতাকে ফুটিয়ে তোলে।
বুধবার অনিলের বাড়িতে মহাশিবরাত্রি উদযাপনের আয়োজন করেছিলেন তার স্ত্রী সুনীতা কাপুর। বছরে দুবার বলিউড নায়িকাদের নিয়ে নিজের বাসভবনে ধর্মকর্মের আয়োজন করেন অনিল পত্নী। করবা চৌথ এবং শিবরাত্রি মহাধুমধাম করে পালিত হয় অনিল কাপুরের বাড়িতে। আর সেই জন্যই বুধবার রাতে নায়ক সহ-অভিনেতার বাড়িতে গিয়েছিলেন রানি মুখার্জি। শিবরাত্রির দিন একেবারে শিবভক্ত বেশেই ধরা দিলেন এ নায়িকা।
অনিল কাপুরের বাড়িতে রানির পাশাপাশি দেখা গেল শিল্পা শেঠি, উর্মিলা মাতন্ডকরকেও। তারা সবাই একসঙ্গে মহাদেবের আরাধনায় মেতে উঠেছিলেন অনিল কাপুরের বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি-ভিডিও ভাইরাল হয়েছে তাদের শিবরাত্রি পালনের। তবে নজর কাড়ল রানির লুক। বলিউড নায়িকা বরাবরই ঈশ্বরভক্ত। মুখার্জি বাড়ির দুর্গাপূজায় নিজে হাতে আয়োজন করেন। ভোগ বিতরণ করেন। শিবরাত্রিতেও তার ব্যতিক্রম হয়নি। অনিলপত্নীর ডাকে ছুটে গেলেন তাদের মুম্বাইয়ের বাসভবনে।
এদিকে আজ (২৭ ফেব্রুয়ারি) সকালে জানা গেছে, আগামী জুন মাসে ‘মর্দানি ৩’ সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছে রানি মুখার্জি। পর্দায় তার দাপুটে নারী পুলিশ অফিসারের চরিত্র শিবানি শিবাজি এখন পর্যন্ত অনেক প্রশংসা কুড়িয়েছে। এবার তৃতীয় ফ্র্যাঞ্চাইজির পালা। বলিউড সূত্রে জানা গেছে, নির্মাতা বর্তমানে পুরোদমে প্রি প্রোডাকশনের কাজ চালিয়ে যাচ্ছেন। অডিশন চলছে অন্যান্য চরিত্রগুলোর জন্য চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া প্রস্তুত। এখন শুধু শেষ মুহূর্তের কাজ চলছে।
জানা গেছে, দিল্লি, মুম্বাই ছাড়াও উত্তর-পূর্ব ভারতের একাধিক লোকেশনে ‘মর্দানি ৩’ সিনেমার শুটিং করবেন রানি। এর আগে অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘দেশের সব নারী পুলিশদের সম্মান জানাতেই শিবাজি শিবানির প্রত্যাবর্তন হতে যাচ্ছে।’ এবার তৃতীয় কিস্তির গল্পে কেমন চমক থাকে সেদিকে দর্শক-অনুরাগীদের নজর রয়েছে।রানি মুখার্জী আবারও ‘মর্দানি’ সিনেমার তৃতীয় কিস্তির মাধ্যমে ফিরছেন বড় পর্দায়, যেখানে তার চরিত্র শিবানী শিবাজি। এই চরিত্রটি আগের দুই সিনেমার মাধ্যমে দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সম্প্রতি, শুটিং শুরু হওয়ার আগে, মঙ্গলবার মধ্যরাতে রানি মুখার্জী একেবারে নতুন রূপে উপস্থিত হয়েছেন।
তিনি চন্দনের তিলক ও সিঁদুরে টিপ সহ সাদা পোশাক পরিধান করেছিলেন, যা তার চরিত্রের সাথে সম্পর্কিত একটি ঐতিহ্যবাহী এবং শক্তিশালী রূপের প্রতিফলন। এমন একটি দৃশ্যে তাকে অনিল কাপুরের বাড়ির সামনে দেখা গিয়েছিল এবং এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন ফটো সাংবাদিকরা।
এটি তার পরবর্তী সিনেমার জন্য একটি বিশেষ সাজ, যা তার চরিত্রের শক্তি এবং চরিত্রের জটিলতাকে ফুটিয়ে তোলে। এটা নিশ্চিত যে, শিবানী শিবাজি চরিত্রে তার আগমনে দর্শকদের নতুন অভিজ্ঞতা উপহার দিতে চলেছেন রানি।