spot_img

রমজান উপলক্ষে হাজারেরও বেশি বন্দিকে মুক্তি দিচ্ছে আমিরাত

অবশ্যই পরুন

আসন্ন রমজানকে সামনে রেখে ১ হাজার ৫১৮ বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রয়াত্ত্ব বার্তাসংস্থা গালফ।

দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর এসাম ইসা আল-হুমাইদান বলেছেন, এই সাধারণ ক্ষমা শেখ মোহাম্মদের সেই অঙ্গীকারেরই প্রতিফলন, যা রমজান মাসে মুক্তিপ্রাপ্ত বন্দিদের তাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দেবে।

এই ক্ষমার মাধ্যমে মুক্তিপ্রাপ্ত বন্দিদের নতুন জীবন শুরু এবং সমাজ পুনর্নির্মাণের সুযোগ প্রদান করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুবাই পাবলিক প্রসিকিউশন ইতিমধ্যেই দুবাই পুলিশ এর সহযোগিতায় শেখ মোহাম্মদের আদেশ বাস্তবায়নের জন্য আইনগত প্রক্রিয়া শুরু করেছে, বললেন আল-হুমাইদান।

উল্লেখ্য, আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। দেশটিতে আগামী মার্চ মাসের ১ তারিখ (শনিবার) শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস।

সর্বশেষ সংবাদ

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও আনন্দময় করে তুলতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন। আজ মিরপুর...

এই বিভাগের অন্যান্য সংবাদ