spot_img

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে কারা দাওয়াত পাচ্ছেন, জানালেন হান্নান মাসউদ

অবশ্যই পরুন

জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীদের নিয়ে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই দলের ঘোষণা আসবে। দল ঘোষণার সময় সেখানে থাকতে কারা দাওয়াত পাচ্ছেন সে বিষয়ে জানিয়েছেন নতুন দলের সম্ভাব্য যুগ্ম সমন্বয়ক হান্নান মাসউদ।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দল ঘোষণা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। হান্নান মাসউদ বলেন, ‘আমরা সকল শ্রেণিপেশার মানুষের উপস্থিতি চাচ্ছি; আমরা যেহেতু জুলাই গণঅভ্যুত্থানের সেই জনআকাঙ্ক্ষাকে ধারণ করে একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি। আমরা শহীদ পরিবারকে দাওয়াত করছি, কার্ড দিয়ে। আহতদের দাওয়াত করছি। উপদেষ্টাদের দাওয়াত করছি। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল আমাদের সঙ্গে ছিল, আমরা তাদের সবাইকে দাওয়াত করছি। সুশীল সমাজ, শিক্ষক সমাজ, বিদেশি কূটনীতিকদের দাওয়াত করছি। কাউকে সরাসরি, কাউকে মেইল বা কাউকে হোয়াটঅ্যাপে দাওয়াত করা হয়েছে।

রাজনৈতিক দলগুলোকে দাওয়াতের ব্যাপারে তিনি বলেন, বিএনপি বড় রাজনৈতিক দল, মহাসচিবকে চিঠি দিয়ে দাওয়াত করা হবে। বাংলাদেশ জামায়াতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ গণতন্ত্র মঞ্চসহ অনেকে দাওয়াত পাবে।’

প্রধান উপদেষ্টা দাওয়াত কীভাবে গ্রহণ করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের দাওয়াত গ্রহণ করেছেন। তিনি আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকল রাজনৈতিক দল যেন একসঙ্গে কাজ করতে পারে তিনি সেই পরিবেশ উপহার দেবেন।’

নতুন দলের নাম নিয়ে তিনি বলেন, ‘আপনারা যে নামের কথা বলছেন সেটি আমাদের প্রস্তাবিত নামের মধ্যে একটি। এটাই যে হচ্ছে, এর কোনো নিশ্চয়তা নেই। এটা আগামীকালকে দল ঘোষণা করার আগ মুহূর্ত পর্যন্ত কনফার্ম করা যাচ্ছে না।’ যদিও আজ সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে নতুন দলে নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ হচ্ছে বলে নিশ্চিত করেন সারজিস আলম।

সর্বশেষ সংবাদ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ