spot_img

অস্কারজয়ী হ্যাকম্যান এবং তার স্ত্রী ও কুকুরের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন

অবশ্যই পরুন

নিউ মেক্সিকোর নিজ বাড়িতেই মিলল হলিউডের কিংবদন্তি অভিনেতা জিন হ্যাকম্যান (৯৫) এবং তাঁর স্ত্রী বেটসি আরাকাওয়ার (৬৩) মৃতদেহ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্থানীয় সংবাদমাধ্যম সান্তা ফে নিউ মেক্সিকান জানায়, তাঁদের বাড়ি থেকে মৃত অবস্থায় পাওয়া যায় হ্যাকম্যান, তাঁর স্ত্রী এবং তাঁদের কুকুরটিকে। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে স্থানীয় কর্মকর্তারা প্রথমে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার দিকে ইঙ্গিত করছেন।

নিউ মেক্সিকো পয়জন কন্ট্রোলের তথ্য অনুযায়ী, শীতকালে কার্বন মনোক্সাইড বিষক্রিয়া বেড়ে যাওয়ার প্রবণতা থাকে। শীতকালে গরম রাখতে হিটার ও চুল্লির ব্যবহার বাড়ানোর কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে। রাজ্যে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ৭৩ জনের মৃত্যু ঘটে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায়।

এদিকে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা জিন হ্যাকম্যানের মৃত্যুর পেছনে কার্বন মনোক্সাইড বিষক্রিয়া হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেছেন।

এক এক্স ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‌‘জিন হ্যাকম্যান। শান্তিতে ঘুমাও কিংবদন্তি। একটি ভয়াবহ দুর্ঘটনা হয়ে থাকতে পারে, তবে তাঁদের মৃত্যুতে কোনো খারাপ উদ্দেশ্য নেই বলেই মনে হচ্ছে।’

অন্য একজন বলেন, ‘এটা সম্ভবত কার্বন মনোক্সাইড বিষক্রিয়া, কারণ দুইজন ও একটি কুকুরের মৃত্যুর ঘটনা বেশ সন্দেহজনক।’

তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অনেকেই আরও মন্তব্য করেছেন, এ ধরনের বিষক্রিয়া তাদের পরিচিতদের মধ্যেও ঘটেছে, যখন গ্যারেজের মধ্যে কার্বন মনোক্সাইড জমে গিয়ে দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ সংবাদ

বিশ্বের ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে শেষ অবস্থানে বিপিএল

বিশ্বের দ্বিতীয় পুরনো ফ্র্যাঞ্চাইজি লিগ হওয়া সত্ত্বেও গুণগত মানে তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্রিটিশ ম্যাগাজিন 'দ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ