spot_img

সমকামিতার অভিযোগে ইন্দোনেশিয়ায় দুই যুবককে জনসম্মুখে বেত্রাঘাত

অবশ্যই পরুন

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সমকামী সম্পর্কের অভিযোগে দুই যুবককে প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। এই ঘটনা বৃহস্পতিবার আচেহ প্রদেশের স্থানীয় প্রশাসনের অধীনে সম্পন্ন হয়।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, ১৮ ও ২৪ বছর বয়সী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ইসলামি শরিয়া আইনের অধীনে সমকামিতার অপরাধে দোষী সাব্যস্ত করার পর তাদেরকে বেত্রাঘাত করা হয়।

স্থানীয় ধর্মীয় পুলিশ জানায়, অভিযুক্তরা যৌন সম্পর্কের সঙ্গে যুক্ত ছিলেন এবং তাদের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদেরকে যথাক্রমে ৭৭ এবং ৮২টি বেত্রাঘাত করা হয়েছে।

এ ঘটনার পর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্দোনেশিয়ার সরকারকে প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা বাতিল করার আহ্বান জানিয়েছে। উল্লেখযোগ্য যে, ইন্দোনেশিয়ার একমাত্র আচেহ প্রদেশে ইসলামি শরিয়া আইন অনুসারে সমকামিতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এ ধরনের অপরাধের জন্য প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়।

এসময়, অভিযুক্ত যুবকদের পরিবারের সদস্যরা সহ আরও কয়েক ডজন মানুষ এই বেত্রাঘাতের দৃশ্য প্রত্যক্ষ করেন।

তবে, এই বিষয়ে অভিযুক্ত যুবকরা বা তাদের আইনজীবীদের মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে ড. ইউনূসকে আমন্ত্রণ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ