আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল। তার আগেই জানা গেল, কী নামে আত্মপ্রকাশ করতে চলেছে দলটি। নতুন রাজনৈতিক দলের নাম হতে যাচ্ছে, জাতীয় নাগরিক পার্টি।
এদিকে, দলীয় একটি সূত্রে জানা গেছে, দলটির আহ্বায়ক হচ্ছেন সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। দলটির সদস্য সচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। এছাড়া সারজিস আলমকে মুখ্য সংগঠক (উত্তর) এবং হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণ) করা হয়েছে। মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেতে চলেছেন নাসির আবদুল্লাহ। আর যুগ্ম সমন্বয়ক করা হচ্ছে হান্নান মাসউদকে।
এছাড়া নতুন দলের দপ্তর সম্পাদক করা হয়েছে সালেহ উদ্দিন রিফাতকে।
এর আগে, গত সোমবার জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে। সেদিন তিনি জানান, আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, শহীদ পরিবার, দেশি-বিদেশি কূটনৈতিক, প্রবাসী বাংলাদেশি, ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে অভ্যুত্থানের সঙ্গে জড়িত সবাই উপস্থিত থাকবেন।
এদিকে, এই দলের দায়িত্ব নিতেই অন্তর্বর্তী সরকার থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করেন।