spot_img

চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নিজেকে সরিয়ে নেয়ার কারণ জানালেন স্টার্ক

অবশ্যই পরুন

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিজের নাম প্রত্যাহারের কারণ জানালেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। পাশাপাশি আসন্ন আইপিএল ও টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে নিজেকে পুরোপুরি ফিট রাখতেই নিজেকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেন এই অজি গতি তারকা। একটি পডকাস্ট শো থে নিজেই এই কথা জানিয়েছেন স্টার্ক।

ক্যারিয়ারে অধিকাংশ আইসিসি ট্রফি জিতেছেন অজি পেসার মিচেল স্টার্ক। ওডিআই বিশ্বকাপ ও টি-২০ বিশ্বকাপ থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সবই আছে তার ঝুলিতে। কিন্তু রয়ে গেছে একটি আক্ষেপ। আইসিসি ইভেন্টের মাঝে একমাত্র চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাই জেতা হয়নি এই অজি গতি তারকার।

চলমান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরুর কয়েকদিন আগে চোটের কারণে প্যাট কামিন্স, মিচেল মার্শ, জশ হ্যাজেলউডকে হারায় অস্ট্রেলিয়া। তাদের হারিয়ে যখন অস্ট্রেলিয়া ধুকছে, তখনই অজি শিবিরে বড় ধাক্কা আসে ব্যক্তিগত কারণে মিচেল স্টার্ক নিজের নাম সরিয়ে নিলে। অজি ক্রিকেট বোর্ডও সম্মতি দেয় তার সেই সিদ্ধান্তে। তবে জানা যাচ্ছিল না, তার সরে যাওয়ার কারণ। অবশেষে নীরবতা ভাঙলেন স্টার্ক নিজেই। জানালেন নিজের সরে দাড়ানোর কারণ।

মিচেল স্টার্ক বলেন, বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে কিছু ব্যক্তিগত বিষয়ও রয়েছে। আমার শ্রীলঙ্কা টেস্ট সিরিজের সময়ই গোড়ালিতে একটু ব্যথা ছিল। আমাদের সামনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আসছে। তারপর রয়েছে উইন্ডিজ সফর। এছাড়া আইপিএলেও ম্যাচ খেলতে হবে। এই ব্যস্ত শিডিউলে নিজেকে ফিট রাখাটা জরুরি।

স্টার্কের এই বক্তব্যের পর প্রশ্ন উঠতেই পারে এই সিরিজগুলো কি চ্যাম্পিয়নস ট্রফির চেয়েও গুরুত্বপূর্ণ? নাকি আইপিএলে শতভাগ ফিট থেকে সেরাটা দিতেই নাম প্রত্যাহার করেছেন তিনি? আইপিএল অন্যতম কারণ মেনে নিয়েছেন স্টার্ক। তবে আগামী জুনে লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সেটাইকে চ্যাম্পিয়নস ট্রফির চেয়ে বেশি অগ্রাধিকার দেবার কথা বলেছেন এই পেসার।

স্টার্ক বলেন, আমার মাথায় ঘুরছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার আগে নিজের শরীরকে ফিট রাখতে হবে। আগামী কয়েকটা মাসে কিছুটা ক্রিকেট খেলে টেস্ট ফাইনালের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলতে চাই।

গত আইপিএলে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন স্টার্ক। আসরজুড়ে সেভাবে প্রত্যাশা পূরণ করতে না পারায় নিলামের আগে তাকে ছেড়ে দেয় কলকাতা। আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন এই অজি গতি তারকা।

সর্বশেষ সংবাদ

সমকামিতার অভিযোগে ইন্দোনেশিয়ায় দুই যুবককে জনসম্মুখে বেত্রাঘাত

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সমকামী সম্পর্কের অভিযোগে দুই যুবককে প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। এই ঘটনা বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ