spot_img

‘ভণ্ড’ সাধুদের খপ্পড়ে আমিশা প্যাটেল!

অবশ্যই পরুন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন আমিশা প্যাটেল। বুধবার মহাশিবরাত্রি উদযাপনে অভিনেত্রী আমিশাও মুম্বাইয়ের জুহু এলাকার এক মন্দিরে গিয়েছিলেন। সেখানেই বাঁধে গোল! ‘ভন্ড সাধু’দের পাল্লায় পড়তে হয় অভিনেত্রীকে। তারপর…? হুলুস্থুল সেই কাণ্ডের ভিডিও ভাইরাল।

ঠিক কী ঘটেছে? শিবরাত্রি উপলক্ষে স্নিগ্ধ সাজে জুহুর শিবমন্দিরে গিয়েছিলেন ‘কহো না প্যায়ার হ্যায়’ অভিনেত্রী। তাকে দেখেই সেলফি, ছবি তোলার ভিড় শুরু হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় পুজো করতে মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত কিছুতেই যেতে পারছিলেন না আমিশা।

ভাইরাল ওই ভিডিওতে দেখা গেল, সাধুবেশী তিন-চার জন প্রায় ঘিরে ধরেছেন অভিনেত্রীকে। এরপরই আমিশার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তাঁরা। মন্দিরে আগত অপেক্ষারত পুণ্যার্থীদের নিয়ে তাঁদের ভ্রুক্ষেপের লেশমাত্র নেই! এদিকে আমিশা হাসিমুখেই তাঁদের আবদার মেটাচ্ছেন। ফলে ভিড় বাড়তে শুরু করে মন্দির চত্বরে। এরপরই যারপরনাই বিরক্ত হয়ে নিরাপত্তারক্ষীরা ওই সাধুবেশী লোকদের প্রায় ধাক্কা মেরে সেখান থেকে সরিয়ে দেন। ক্যামেরাবন্দি ওই মুহূর্ত আপাতত নেটপাড়ায় দেদার গতিতে ভাইরাল।

যা দেখে নেটপাড়ার একাংশের মন্তব্য, ‘সাধুসন্তদের আবার হিরোইনদের সঙ্গে এত ছবি তোলার কী আছে?’ কেউ বলছেন, ‘অন্য পুণ্যার্থীরা যে লাইনে রয়েছেন পুজো দেওয়ার জন্য, সেদিকে কোনও খেয়াল নেই এই সাধুদের।’ অনেকে আবার ‘ঢঙ্গি বাবা’, ‘ভণ্ড সাধু’ বলে দাগিয়ে দিলেন তাঁদের।

সর্বশেষ সংবাদ

সমকামিতার অভিযোগে ইন্দোনেশিয়ায় দুই যুবককে জনসম্মুখে বেত্রাঘাত

মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে সমকামী সম্পর্কের অভিযোগে দুই যুবককে প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। এই ঘটনা বৃহস্পতিবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ