spot_img

রো‌হিঙ্গা সংকট সমাধানে পাশে থাক‌বে ইউএনএইচসিআর: ফিলিপ্পো গ্রান্ডি

অবশ্যই পরুন

জাতিসংঘের শরণার্থীবিষয়ক (ইউএনএইচসিআর) হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, রো‌হিঙ্গা প‌রি‌স্থি‌তি নি‌য়ে আগামী ক‌য়েক মাসের মধ্যে আন্তর্জাতিক সম্মেলন হ‌বে, সেখা‌নে সমর্থন থাক‌বে ইউএনএইচসিআরের।

বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্র উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেনের স‌ঙ্গে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের প্রশ্নের জবাবে এ কথা ব‌লেন ইউএনএইচসিআরের হাইকমিশনার।

বৈঠক শেষে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সব ধরনের চ্যালেঞ্জ সত্ত্বেও রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাচ্ছে বাংলাদেশ, যা প্রশংসনীয়। এছাড়া, এই সংকট সমাধানের পথে উত্তরণের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সবসময়ই মিয়ানমারে সংকট সমাধানের গুরুত্বের সাথে একমত প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, মিয়ানমারের পরিস্থিতি অত্যন্ত জটিল ও একাধিক সংঘাত চলছে। এমন পরিস্থিতিতে অবশ্যই সমাধানের জন্য জোর দিতে হবে।

এ প্রসঙ্গে, তিনি আরো উল্লেখ করেন যে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সরাকারের বৈশ্বিক সম্মেলন এর পূর্ণ সমর্থন দিবে ইউএনএইচসিআর।

সর্বশেষ সংবাদ

উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করলো পাকিস্তান

পাকিস্তান সফলভাবে আবদালি ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এটি একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যবস্থা, যার পাল্লা ৪৫০...

এই বিভাগের অন্যান্য সংবাদ