spot_img

শাহরুখ-কাজলের বন্ধুত্ব নিয়ে প্রশ্ন, স্পষ্ট জবাব দিলেন অভিনেত্রী

অবশ্যই পরুন

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে তার বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। একসঙ্গে বহু সুপারহিট সিনেমায় কাজ করে তারা পর্দায় এক অনন্য জুটি হয়ে উঠেছেন। বলিউডের ইতিহাসে শাহরুখ-কাজলকে অন্যতম সেরা জুটি হিসেবে ধরা হয়।

তবে ব্যক্তিগত জীবনে দুজনের পথ ভিন্ন। কাজল বিয়ে করেছেন অভিনেতা অজয় দেবগনকে, আর শাহরুখ খান ঘর বেঁধেছেন গৌরীর সঙ্গে। তবে যদি কাজল-শাহরুখের বিয়ে হতো? ভক্তদের মাঝে এই প্রশ্ন প্রায়ই উঠে আসে। সম্প্রতি আবারও এমন প্রশ্নের মুখোমুখি হন কাজল। আর অভিনেত্রীর জবাব ভাইরাল স্যোশাল মিডিয়াতে।

কইমই থেকে জানা যায়, কাজল প্রায়ই তার ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ সেশন করেন, যেখানে ভক্তরা যেকোনো প্রশ্ন করতে পারেন। এক ভক্ত তাকে প্রশ্ন করেন— যদি আপনি অজয় দেবগনকে স্বামী হিসেবে না পেতেন, তাহলে কি শাহরুখ খানকে বিয়ে করতেন?

উত্তরে কাজল মজা করে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন— সেই ব্যক্তির (শাহরুখ) কি প্রস্তাব দেয়া উচিত না?

কাজল বিয়ে করেছেন অভিনেতা অজয় দেবগনকে, আর শাহরুখ খান ঘর বেঁধেছেন গৌরীর সঙ্গে। তবে যদি কাজল-শাহরুখের বিয়ে হতো? ভক্তদের মাঝে এই প্রশ্ন প্রায়ই উঠে আসে। ছবি: সংগৃহীত

অভিনেত্রীর এই জবাব নিয়ে নেটিজেনদের আলোচনা চলছেন। অনেকেই কাজলের সেন্স অব হিউমারের প্রশংসা করেছেন। কেউ আবার অভিনেত্রীর জবাবের ব্যাখ্যা দিয়েছেন। নেটিজেনদের এক অংশ বলছে কাজলের এই জবাব বুঝিয়ে দেয়, সাধারণত ছেলেরাই বিয়ের প্রস্তাব দেয়। সেই অর্থে, যদি শাহরুখ তাকে বিয়ের প্রস্তাব না দিয়ে থাকেন, তাহলে এ প্রশ্নই অবান্তর।

প্রায় সময় কাজল আর শাহরুখকে নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয় কাজলকে।  একটি টিভি শোতে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, শাহরুখ নাকি অজয়, দুজনের মধ্যে অভিনেত্রীর বেশি প্রিয় কে? কাজল মজার সুরে বলেন, এটা পরিস্থিতির ওপর নির্ভর করে।

শাহরুখ-কাজল জুটির বেশ কয়েকটি সিনেমা বলিউড ইতিহাসে কালজয়ী হয়ে আছে। তাদের অভিনীত ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’, ‘বাজিগর’-এর মতো সিনেমা এখনো দর্শকের মনে দাগ কেটে আছে। তিন দশকেরও বেশি সময় ধরে এ জুটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় অভিনেতার নামে ব্যাঙের নতুন প্রজাতি ঘোষণা

সম্প্রতি ইকুয়েডরের গবেষকেরা ব্যাঙের নতুন এক প্রজাতি আবিষ্কার করেছেন গবেষকরা। আর সেই প্রজাতির নাম নিয়ে চলছে আলোচনা। কারণ বিশ্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ