spot_img

যে ৪ শ্রেণির মানুষের ওপর আল্লাহর লানত বর্ষিত হয়

অবশ্যই পরুন

ক্ষণস্থায়ী পৃথিবী মুমিনের জন্য পরীক্ষার হলের মতো। পরকালে সফল হতে অবশ্যই এই পরীক্ষায় সফলকাম হতে হবে। এরপরই মিলবে কাঙ্ক্ষিত জান্নাত।

পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, ‘জমিনের ওপর যা কিছু আছে আমি সেগুলোর শোভাবর্ধন করেছি, যাতে আমি মানুষকে পরীক্ষা করতে পারি যে, আমলের ক্ষেত্রে কারা উত্তম।’ (সুরা কাহাফ, আয়াত: ৭)

অপর আয়াতে ইরশাদ হয়েছে, ‘যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তাদের সুসংবাদ দাও, তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। (সুরা বাকারা, আয়াত: ২৫)। আরও ইরশাদ হয়েছে, ‘আর যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তারা জান্নাতের অধিবাসী। তারা সেখানে হবে স্থায়ী।’ (সুরা বাকারা, আয়াত: ৮২)

এজন্য গুনাহ বা পাপ কাজ থেকে নিজেকে রক্ষার পাশাপাশি আল্লাহর হুকুম ও রাসুল (সা.) এর আদর্শ এবং তাঁর দেখানো পথ অনুসরণ জরুরি। এ ক্ষেত্রে বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে বান্দাদের নানা বিষয়ে আদেশ-নিষেধ করেছেন নবীজি। যেখানে আছে এমন মন্দ কাজের কথাও যার কারণে বান্দার ওপর আল্লাহর লানত বর্ষিত হয়।

আবূ তুফায়ল (রহ.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, আমরা আলী (রা.) কে বললাম- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে গোপনে যা বলেছেন, সে বিষয়ে আমাদের কিছু অবহিত করুন। জবাবে আলী (রা.) বললেন, রাসুল (সা.) মানুষের কাছে গোপন রেখেছেন এমন কিছু আমার কাছে একান্তে বলেননি। তবে আমি তাঁকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারও নামে যবেহ করে আল্লাহ তাকে লানত করেন, যে ব্যক্তি কোনো বিদআতীকে আশ্রয় দেয়, আল্লাহ তাকে লানত করেন, যে ব্যক্তি আপন পিতা-মাতাকে লানত করে আল্লাহ তাকে লানত করেন এবং যে ব্যক্তি চিহ্নসমূহ (যমীনের) পরিবর্তন করে, আল্লাহ তাকে লানত করেন। (সহিহ মুসলিম, হাদিস: ৪৯৬৩)

এছাড়াও আরেকটি হাদিসে লানত বর্ষিত হয় এমন দুটি কাজ থেকে বিরত থাকতে বলেছেন নবীজি। আবূ হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- তোমরা লানতের দুটি কাজ থেকে দূরে থাক। সাহাবারা জিজ্ঞেস করলেন, সে কাজ দুটি কি? ইয়া রাসুলাল্লাহ (সা.)। জবাবে নবীজি বললেন, মানুষের যাতায়াতের রাস্তায় অথবা তাদের বিশ্রাম নেয়ার ছায়ায় প্রস্রাব-পায়খানা করা। (সহিহ মুসলিম, হাদিস: ৫১১)

সর্বশেষ সংবাদ

জনপ্রিয় অভিনেতার নামে ব্যাঙের নতুন প্রজাতি ঘোষণা

সম্প্রতি ইকুয়েডরের গবেষকেরা ব্যাঙের নতুন এক প্রজাতি আবিষ্কার করেছেন গবেষকরা। আর সেই প্রজাতির নাম নিয়ে চলছে আলোচনা। কারণ বিশ্ব...

এই বিভাগের অন্যান্য সংবাদ